8 Sewing Tips you should know before you start

সেলাই একটা শিল্প যা প্রচুর আনন্দ আর সুখ দেয়। এটা আপনাকে সৃজনশীল হতে আর নানা উপায়ে নিজেকে প্রকাশ করতে দেয়। আপনি কাপড় ডিজাইন করতে পারেন, আপনার বাড়ির জন্য জিনিস তৈরি করার সময় কাপড় নিয়ে খেলতে পারেন অথবা ফেলনা কাপড় আর উপকরণকে ভাল কাজে ব্যবহার করার উপায় খুঁজে বের করতে পারেন।

এখন যদি আপনি আগে কখনো সেলাই মেশিন ব্যবহার করেননি বা সবে শুরু করেছেন, তবে আপনার কয়েকটা জিনিস জানা দরকার। প্রথমে আপনাকে গোছালো হতে হবে আর শুরু করতে সঠিক পাঠ খুঁজে নিতে হবে। প্রত্যেক ধাপে তথ্যবহুল আর শিক্ষাগতভাবে আপনাকে শেখানোর পরিকল্পনা করা হয়েছে এমন পাঠ। UshaSew.com আপনার জন্য ঠিক সেই পাঠই রেখেছে। বিদগ্ধ কারিগর হয়ে ওঠার প্রত্যেক ধাপ নিয়ে এক-একটা ভিডিও বানানো হয়েছে। আপনি মৌলিক বিষয়গুলো দিয়ে শুরু করুন, সোজা লাইনে কিভাবে সেলাই করবেন শিখুন আর তারপরে বাঁকা লাইন, কোণ আর অন্যসব সেলাই পদ্ধতিগুলো শিখুন। আপনি যা শেখেন তা মনে রাখতে আর অনুশীলন করতে এই পাঠগুলোর মাঝে কৌশলগতভাবে প্রকল্পগুলো রাখা হয়। এতে আপনার দক্ষতা নিপুণ হয় আর আপনার নতুন ক্ষমতা দর্শায়। একই সাথে আপনি কিছু তৈরি করার আনন্দ পান।

এবার এখানে কিছু দারুণ টিপ্স দেওয়া হল যা সবচেয়ে দক্ষ আর অভিজ্ঞ ব্যক্তিরও জানা দরকার।

  1. আপনার মেশিনে ঠিকমত সুতো পরান

বেশিরভাগ ঊষা সেলাই মেশিনে অটোমেটিক সুতো পরানোর ফাংশন থাকলেও এটা কিভাবে আর কখন ঠিকমত করা হয় তা বুঝতে পারলে ভাল হয়। আপনার মেশিনে সুতো পরান ভিডিওটা দেখুন আর নির্দেশাবলী অনুসরণ করুন। এখানে প্রত্যেক ধাপের বিশদ ব্যাখ্যা দেওয়া হয়েছে আর আপনি এটা কিভাবে সঠিকভাবে করবেন তা বুঝতে পারেন। আমাদের সুপারিশ, আপনি সেলাই শুরু করার আগে এটা কয়েক বার করুন।

  1. পিন ব্যবহার করার সময় দ্বিধা করবেন না

আপনি হেম সেলাই করা বা কবজি লাগানোর সময় কাপড়কে সেঁটে রাখতে পিন ব্যবহার করুন। এখানে কিন্ত লজ্জার কিছু নেই, বড্ড বেশি পিন লাগানো বলে কিছু নেই, তাই কাপড়কে নিজে জায়গায় রাখতে যত পিন লাগে নিতে পারেন। এই ভাবে আপনি সারাক্ষণ ঐ উপকরণকে ঠিক জায়গায় রাখার ব্যাপারে না ভেবে নিশ্চিন্তে সুন্দর আর পরিষ্কার ফিনিশ দিতে পারবেন। সেলাই পিনগুলোর কাছে গেলে সেগুলোকে খুলে নিয়ে পিন কুশনে আবার রেখে দিন।

  1. আপনার পিনের জন্য একটা চুম্বক।

যেহেতু আমরা পিন আর সুচের বিষয়ে কথা বলছি, তাই বলে রাখি আমরা একটা চালাক উপায় শিখেছি, সব পিন আর সুচের জন্য আমাদের সেলাই কিটে একটা ছোট চুম্বক রাখি। আপনি পিন কুশন ব্যবহার করলে সেটা সেলাই করে বানাতে পারেন। সেক্ষেত্রে আপনি বাক্সে ফেলে দিলেও পিনগুলো ছড়াবে না। পিনগুলো চুম্বকে লেগে থাকবে আর তা সহজে আর দ্রুত তুলে রাখা যাবে।

  1. আলো রাখুন, প্রচুর আলো।

সবসময় ভাল আলো আছে এমন জায়গায় কাজ করার পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে যখন আপনি সেলাই করেন। বিশদের মাঝেই শিল্প লুকিয়ে আছে আপনি যা করছেন আর সুচ যেভাবে চলছে সেটাও দেখতে পাওয়া দরকার। একটা ছোট, উজ্জ্বল পড়ার আলো জ্বালানো ভাল। চোখের বদলে আপনি যেখানে কাজ করছেন সেদিকে আলোর মুখ রাখতে পারেন।

  1. সুতোর টান দেখুন

বেশিরভাগই শিক্ষানবিশ এমনকি কয়েকজন অভিজ্ঞরাও যে ভুলগুলো করেন তার মধ্যে একটা হল যে শুরু করার আগে সুতোর টান দেখতে ভুলে যান। এখন প্রত্যেক কাপড়ের বুনন আলাদা যার মানে হল কাপড়ের সাথে মেলে এমনভাবে আপনার মেশিন সেট আপ করা দরকার। এখানেই সুতোর টানের গুরুত্ব। খুব আলগা হলে সেলাইগুলো ঢিলে দেখাবে, খুব টাইট হলে আবার জড়ো হয়ে যাবে। তাই শুরু করার আগে দেখে নিন। সবসময়!

  1. শুরু করার আগে সুতোর পরিমাণ দেখে নিন।

প্রায়শই কেউ সেলাই শুরু করার পর প্রকল্পের মাঝামাঝি দেখেন যে সুতো ফুরিয়ে গেছে। এটা কোনো না কোনো সময় আমাদের সবার সাথেই হয়েছে। তাই স্পুল আর ববিন ভর্তি আছে কিনা দেখে নিন। আপনার একই রঙের আর একই ধরণের যথেষ্ট সুতো আছে তাও নিশ্চিত করুন। মাঝপথে থামতে হলে আপনার ছন্দ কেটে যায় আর বিরক্ত লাগে।

  1. দুবার মাপুন, একবার কাটুন

পার্ফেক্ট পরিমাপ করুন, সেটাই দারুণ ফিনিশের চাবিকাঠি। এটা করতে আপনাকে অন্তত দুবার আপনার কাপড়ের পরিমাপ করতে হবে আর তারপর কাটা শুরু করতে হবে। এভাবে করলে আপনি কখনো খুব বেশি বা খুব কম কেটে ফেলবেন না। মনে রাখবেন আপনি একবার কাটার পর আর ফেরা যাবে না।

  1. অনুশীলন করতে কাপড়ের টুকরো রেখে দিন।

আপনার সব ফেলনা কাপড়গুলো রেখে দিন আর সেগুলোতে সেলাই অনুশীলন করুন। এটাই সুদক্ষ হওয়ার চাবিকাঠি। আপনি সেলাইয়ের ধরন নিয়েও পরীক্ষা করতে পারেন (বেশিরভাগ ঊষা মেশিন আপনাকে অনেক বিকল্প দেয়) যাতে নানা রকম সেলাইয়ের দৈর্ঘ্য কিভাবে ব্যবহার করবেন বুঝতে পারেন। আপনি যা কিছু শিখছেন তা নিয়মিত অনুশীলন করুন, এমনকি আপনি নিপুণ হওয়ার পরেও। সোজা লাইনে সেলাই, কোণের কাছে ঘোরা, হেমিং ইত্যাদি মত মৌলিক বিষয়গুলো সবসময় করতে হয়, তাই আপনি যত দক্ষ হবেন, আপনার সৃষ্টিও তত ভাল দেখাবে।

Ushasew.com আপনাকে সেলাই শিল্প বোঝাতে আর শেখাতে সাহায্য করার জন্য পাঠ আর প্রকল্পের একটা ভাল সেট তৈরি করেছে। ভিডিওগুলো দেখুন আর নির্দেশাবলী অনুসরণ করুন, দেখবেন আপনি দ্রুত আপনার ঊষা সেলাই মেশিন থেকে সেরাটা বের করে নিতে শিখে যাবেন। চাবিকাঠি হল অনুশীলন, আরো অনুশীলন।

যখন আপনি প্রকল্পগুলো করতে শুরু করবেন তখন আমাদের কোনো সামাজিক নেটের যে কোনো পৃষ্ঠায় আপনার সৃষ্টিগুলো শেয়ার করবেন। আপনি নিচে লিঙ্কগুলি পাবেন।

The Incredible Usha Janome Memory Craft 15000

এটা এমন এক সেলাই মেশিন যা একজন ইঞ্জিনিয়ার, একজন বিজ্ঞানী...

Sewing is great for Boys & Girls

সেলাই ছেলে এবং মেয়ে উভয়ের জন্য একটা দারুণ শখ। মানসিক...

Leave your comment