Sewing Teaches Kids How To Care For The Planet

আজকে বিশ্বের সমস্যা হচ্ছে আমরা যতটা দরকার তার বেশি অপচয় করি। তার উপর আমরা যা দরকার তার বেশি কিনি। এর ফলে গ্রহের প্রাকৃতিক সংস্থানের উপর খুব চাপ পড়ে আর আমাদের চারপাশের সব আবর্জনা তৈরি হয়।

বিশ্বকে বাঁচাতে সাহায্য করবে এমন কিছু সেলাইয়ের উপায় এখানে দেওয়া হল।

1. পুনর্ব্যবহার: আপনি সেলাই করতে জানলে দেখবেন জিনিসগুলো পুনর্ব্যবহারযোগ্য করা কত সহজ। আপনি পুরনো টি শার্ট নিয়ে ডাস্টার বানাতে পারেন, যা ঘরের নানা জায়গায় ব্যবহার করা যেতে পারে, গাড়ি পরিষ্কার করতে, এমনকি কোনো কিছু ছড়িয়ে গেলে মুছতেও ব্যবহার করতে পারেন। লম্বা প্যান্ট ছোট হয়ে গেলে তা দিয়ে কূল কার্গো বানানো যায়।

2. নতুন প্রাণ সঞ্চার করুন : আপনি পুরনো জিন্স নিয়ে সেগুলোতে নতুন প্রাণ সঞ্চার করতে পারেন। ছেঁড়া জীর্ণ জিন্স। কিন্তু কিছু সময় পরেই সেগুলো ফেটে যায়। আপনি সেলাই করলে সেগুলোকে বেশিদিন চালানোর পাশাপাশি ছোট ছোট সাজ দিয়ে সেগুলোকে অনন্য করে তুলতে পারেন।

3. প্লাস্টিক বর্জন করুন : এটা সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেটা আমাদের নিতে হবে। আমাদের প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে হবে। এটা করতে আমাদের একটা বিকল্প দরকার। এই কাজেও সেলাই সাহায্য করে। আপনি পড়ে থাকা পুরনো আর অতিরিক্ত উপকরণ দিয়ে কেনাকাটার ব্যাগ তৈরি করা শুরু করতে পারেন। এমনভাবে মেশান যাতে মানায়। জোড়াতালির ডিজাইন বানান। এসবকিছুই দারুণ হবে কারণ এভাবে আপনি প্লাস্টিক বর্জন করছেন।

4. সেলাইয়ের মাধ্যমে দেখাতে পারেন যে আপনি পরোয়া করেন : আপনি সেলাইয়ের মাধ্যমে নানা জিনিসকে আপনার জীবনের অঙ্গ করে নেন। এটা দর্শায় যে আপনি পরোয়া করেন আর বিশেষ কিছু করতে সময় বের করেন। এইসব জিনিসই তো আসল সম্পদ। এগুলোকে চিরকাল রাখা হয়, ফেলা হয় না।

যেসব বাচ্চারা সেলাই করে তারাই পার্থক্য গড়ে দেয় :
যখন আপনি আপনার সন্তানকে সেলাই শেখান, তখন সে একটা দক্ষতা শেখার পাশাপাশি কিভাবে জিনিসের কদর করতে হয় আর অনেকদিন চালাতে হয় তাও শেখে। তারা যা দেখে তার প্রতি তাদের নতুন কদর জন্মায় আর এমনিতে আবর্জনাগারে ফেলা হত এমন জিনিসকে কাজে লাগাতে শেখে। যেসব বাচ্চারা সেলাই করে তারা পুরনো জামাকাপড়কে আলাদা চোখে দেখে। কোনো মায়ের কাছে কোনো জামা হয়ত ফেলনা অথচ সেলাই জানা কোনো মেয়ের কাছে তা নিজেকে প্রকাশ করার মুক্ত ক্যানভাস। তিনি দেখতে পান কিভাবে কবজি কেটে সেগুলোকে ভিতরে ঢুকিয়ে সেলাই করবেন। কিভাবে জমকালো কিছু যোগ করবেন… এক কথায়, পুরনো জামায় কিভাবে নতুন প্রাণ সঞ্চার করা যায় তিনি তা দেখতে পান।

সবচেয়ে মজাদার উপায়ে শিখুন আর তৈরি করুন
www.ushasew.com এ আমরা আপনাকে সবচেয়ে মজাদার আর আকর্ষণীয় উপায়ে সেলাই শেখাই। আমাদের কাছে তথ্যবহুল আর অনুসরণ করা সহজ এমন ভিডিও আছে। আপনার নতুন দক্ষতাকে নিপুণ করে আর সন্তুষ্টি আনে এমন প্রকল্প আছে।

শিখতে আর তৈরি করতে হলে আপনাকে মৌলিক বিষয় দিয়ে শুরু করতে হবে। একবার আপনি সেগুলোতে নিপুণ হয়ে গেলে আপনি আপনার নতুন দক্ষতা ব্যবহার করতে আর বিস্ময়কর জিনিস তৈরি করতে পারবেন। যে ভিডিওগুলো দেখে আপনি নানা জিনিস তৈরি শুরু করবেন সেগুলোকে প্রকল্প বলা হয়। আপনাকে উত্তেজিত করতে আর জড়িয়ে রাখতে আমাদের কাছে এমন অনেক ভিডিও আছে।

শেখার প্রক্রিয়ার একটা ধারণা দিতে এখানে আপনি কিভাবে শুরু করবেন দেখুন:

  • একদম শুরুতেই আপনি আপনার সেলাই মেশিন সেট আপ করা শিখবেন।
  • তারপর আপনি কাগজে সেলাই করে আপনার দক্ষতা বিকাশ করবেন। হ্যাঁ কাগজ! নিয়ন্ত্রণ আর নিখুঁততা বিকাশের এটাই সেরা উপায়।
  • আপনি এই অনুশীলন করার পরে কাপড়ে সেলাই করা শিখবেন
  • আপনার এই মৌলিক ধাপগুলো বোঝার পরে তবেই একটা প্রকল্প পাবেন। আর প্রথমটাই বেশ আকর্ষণীয়।
  • আপনার তৈরি করা প্রথম প্রকল্প বুকমার্ক যা তৈরি করা সরল, সহজ আর করতে এক ঘণ্টার বেশি লাগবে না। আপনি এই প্রকল্প করে সন্তুষ্টি পাবেন। আর এটা আপনাকে পরবর্তী পাঠে যেতে অনুপ্রাণিত করবে।

এই সব পাঠ আর ভিডিও ৯টা ভারতীয় ভাষায় রয়েছে। তাই শুরু করার আগে আপনার সবচেয়ে পছন্দের ভাষা খুঁজে নিন।

আপনার জন্য ঊষার কাছে মানানসই মেশিন আছে।

ঊষায় আমরা প্রত্যেক রকম ব্যবহারকারীর জন্য কোনো না কোনো মেশিনের সম্ভার তৈরি করেছি। একদম শিক্ষানবিশ থেকে শুরু করে পুরোদস্তুর পেশাদার, আপনার জন্য আমাদের একটা না একটা মেশিন আছেই। আমাদের সম্ভার দেখুন আর আপনার দরকারমত সেরা মেশিন দেখে নিন। আমাদের গ্রাহক পরিষেবকদের সাথে আপনার কথা বলার দরকার হলে তারা আপনাকে দরকারি সমস্ত তথ্য দেবেন। www.ushasew.com এ আমাদের সম্ভারগুলো দেখুন, আপনার কোনটা পছন্দ হয় দেখুন আর তারপর আমাদের ওয়েবসাইটের স্টোর লোকেটর ব্যবহার করে আপনার কাছের ঊষার দোকান খুঁজে নিন।

আপনি সেলাই শুরু করার পরে আপনি যা যা তৈরি করবেন সেসব আমরা দেখতে চাইব।

একবার আপনি সেলাই শুরু করার পর আপনার সৃজনশীলতা দেখে আমাদের ভাল লাগবে। অনুগ্রহ করে আমাদের যে কোনো সামাজিক নেটওয়ার্কের পৃষ্ঠায় আমাদের সাথে সেগুলো শেয়ার করুন। – (ফেসবুক), (ইন্সটাগ্রাম), (টুইটার), (ইউটিউব)। আপনি কেন এটা তৈরি করেছেন, এটা কার জন্য আর আপনি কিভাবে এটা সবিশেষ করেছেন তা আমাদের বলুন।

এবার দীর্ঘ গ্রীষ্ম শুরু হতে চলেছে বলে আমরা সুপারিশ করি আপনি বাড়িতে ঠাণ্ডায় থাকুন আর আপনার পাঠ অবিলম্বে শুরু করুন।

The Incredible Usha Janome Memory Craft 15000

এটা এমন এক সেলাই মেশিন যা একজন ইঞ্জিনিয়ার, একজন বিজ্ঞানী...

Sewing is great for Boys & Girls

সেলাই ছেলে এবং মেয়ে উভয়ের জন্য একটা দারুণ শখ। মানসিক...

Leave your comment