Sewing is great for Boys & Girls

সেলাই ছেলে এবং মেয়ে উভয়ের জন্য একটা দারুণ শখ। মানসিক বিকাশ ও আচরণ উভয় দিক থেকেই এর উপকার অনেক। আপনার ছেলেকে বা মেয়েকে সেলাই সম্পর্কে পরিচয় করানোর এখনই ভাল সময়। এই গরমে বাইরে গিয়ে কি খেলা যায়! বাড়িতে বসে কিছুই না করাটা বিরক্তিকর আর এভাবে বাচ্চারা নিষ্প্রভ আর অলস হয়ে পড়ে। তাই তাদেরকে সেলাই মেশিন দিন আর দেখুন কিভাবে এই দক্ষতার ক্ষেত্রে তাদের মধ্যে প্যাশন গড়ে উঠবে। আর একই সময়ে আরো অনেক কিছু অর্জন করবে।

ভাল মনোনিবেশ করা আর সাংগঠনিক দক্ষতা।

আজ, বিশ্ব দ্রুত এগিয়ে চলেছে। সবকিছুরই আকার বেশ ছোটখাটো। এর ফলে, বিশেষ করে ছেলেরা, স্বল্প মনোযোগী হয়ে পড়েছে। সেলাই এমন এক কাজ যা বাচ্চাদের বেশি মনোযোগী করতে সাহায্য করতে পারে। ছেলে এবং মেয়ে উভয়ই এই কাজ করে বিরাট উপকার পেতে পারে। আর শুধুমাত্র মনঃসংযোগের ক্ষমতা নয়, সেলাই ব্যক্তির সাংগঠনিক দক্ষতাও বাড়ায়।

সেলাই করতে আপনাকে এক জায়গায় বসতে হবে, তারপরে আপনার প্রত্যেক ধাপ বুঝতে আর পরিকল্পনা করতে হবে। আপনার ছেলেমেয়ে নতুন কিছু ডিজাইন করলে তারা এর মাধ্যমে সমস্যা অনুধাবন করতে পারে আর সেই সমস্যা হওয়ার আগেই সমাধান খুঁজে পেতে পারে। ফলস্বরূপ তারা সংগঠিত আর পদ্ধতিগতভাবে চলে। আসলে এইসব ক্ষমতা আজকের জগতে সুপারপাওয়ারের মত। তাদের জীবনের প্রত্যেক দিকেই এগুলো সাহায্য করবে, তা সে পড়াশোনায় হোক বা পরবর্তী জীবনে, কর্মজগতে।

আরো তথ্যের জন্য এই লিঙ্কগুলোতে ক্লিক করুন

http://fourseasonsmontessori.com/2017/11/03/sewing-builds-creativity-focus-and-concentration-in-young-children/
https://indianexpress.com/article/parenting/learning/sui-dhaaga-how-learning-to-sew-can-make-kids-smarter-5376840/

সৃজনশীলতা বাড়ায় আর কল্পনা উদ্দীপিত করে

এখন সেলাই একটা শিল্প। আপনার প্যালেটে আছে কাপড়, সুতো, বোতাম, বিভিন্ন টেক্সচার আর রঙ, আয়না, পুতি… তালিকাটা অশেষ। ছেলে এবং মেয়ে উভয়ই বিস্ময়কর জিনিস তৈরি করতে এই সব নিয়ে খেলা করা পছন্দ করবে। তারা যা বানাতে চায় তার জন্য প্রথমে তাদেরকে নিজেদের সৃজনশীলতা দেখাতে হবে। ঠিক এখানেই আপনি ওদেরকে কল্পনার জগতে ভাসতে দিন। ডিজাইন প্রস্তুত হলে, হয় তা মাথায় রাখবে নাহলে কাগজে আঁকবে (আমরা এটাই করার সুপারিশ করি), এরপরই শুরু হবে মজা। তারা সেসব ডিজাইন একসাথে করে বাস্তবায়িত করতে পারে। মাঝেমাঝে তাদেরকে বিষয়গুলো আরেকবার ভেবে দেখতে আর ডিজাইন পরিমার্জিত করতে উৎসাহ দিন। এর উদ্দেশ্য হল তাদেরকে সৃজনশীলতা প্রকাশের এমন এক মাধ্যম দেওয়া যা সত্যিই বিস্ময়কর।

যারা সেলাই করতে পারে তাদেরকে ফ্যাশন ডিজাইনিং ইনস্টিটিউটের খুব পছন্দ

আজ ফ্যাশন বিশ্বের দ্রুততম বর্ধমান ক্ষেত্রগুলোর একটা। এটা ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই পেশার একটা বড় সুযোগ। সারা বিশ্ব জুড়ে এমন প্রতিষ্ঠানের চাহিদা এখন তুঙ্গে যেখানে আপনি ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়তে পারেন আর সেগুলোতে ঢোকা কিন্তু কঠিন। আপনার ছেলে বা মেয়ে পেশা হিসাবে ফ্যাশন ডিজাইনে আগ্রহী হলে তাদের সেলাই শিখতে শুরু করা ভাল। এর কারণ ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউটগুলো রেজিউমেতে সেলাই করতে পারে কিনা তা দেখে। তারা ডিজাইন করার ক্ষমতার বিকাশ করার সময়ে সেলাই শিখিয়ে সময় অপচয় করতে চায় না।

তাই আপনার সন্তানকে অন্যান্য সব প্রতিযোগীদের তুলনায় এগিয়ে রাখুন। যত তাড়াতাড়ি সম্ভব তাকে সেলাই শিখান।

সেলাই করা মানেই কাপড়ের ব্যাপার নয়।

এখানেই বেশিরভাগ মানুষ ভুল করেন। সেলাই সম্পর্কে চিন্তা করলেই তাদের মাথায় আসে ফ্যাশন। যদিও এটা সত্যি, তাহলেও সেলাইয়ের খুব আকর্ষণীয় অন্য কয়েকটা দিকও আছে।

ধরুন আপনি অভ্যন্তরীণ ডিজাইনিঙে জড়িত। এখানে একই কাপড় আর উপকরণ নানাভাবে ব্যবহৃত হয়। আপনাকে কাপড় কাটতে, বিভিন্ন টেক্সচার নিয়ে খেলতে আর এটা ঠিকমত খাপ খায় এমনভাবে সেলাই করতে জানতে হবে। সেলাইয়ের মূল বিষয়গুলো একই, শুধুমাত্র এর ব্যবহারে পরিবর্তন আসে।

আরো এমন অনেক পেশা আছে যেখানে সেলাই জানলে আপনি অনেক দূর যাবেন।

সবচেয়ে মজাদার উপায়ে শিখুন আর তৈরি করুন।

www.ushasew.com এ আমরা আপনাকে সবচেয়ে মজাদার আর আকর্ষণীয় উপায়ে সেলাই শেখাই। আমাদের কাছে তথ্যবহুল আর অনুসরণ করা সহজ এমন ভিডিও আছে। আপনার নতুন দক্ষতাকে নিপুণ করে আর সন্তুষ্টি আনে এমন প্রকল্প আছে।

শিখতে আর তৈরি করতে হলে আপনাকে মৌলিক বিষয় দিয়ে শুরু করতে হবে। একবার আপনি সেগুলোতে নিপুণ হয়ে গেলে আপনি আপনার নতুন দক্ষতা ব্যবহার করতে আর বিস্ময়কর জিনিস তৈরি করতে পারবেন। যে ভিডিওগুলো দেখে আপনি নানা জিনিস তৈরি শুরু করবেন সেগুলোকে প্রকল্প বলা হয়। আপনাকে উত্তেজিত করতে আর জড়িয়ে রাখতে আমাদের কাছে এমন অনেক ভিডিও আছে।

শেখার প্রক্রিয়ার একটা ধারণা দিতে এখানে আপনি কিভাবে শুরু করবেন দেখুন::

  • একদম শুরুতেই আপনি আপনার সেলাই মেশিন সেট আপ করা শিখবেন।
  • তারপর আপনি কাগজে সেলাই করে আপনার দক্ষতা বিকাশ করবেন। হ্যাঁ কাগজ! নিয়ন্ত্রণ আর নিখুঁততা বিকাশের এটাই সেরা উপায়।
  • আপনি এই অনুশীলন করার পরে কাপড়ে সেলাই করা শিখবেন
  • আপনার এই মৌলিক ধাপগুলো বোঝার পরে তবেই একটা প্রকল্প পাবেন। আর প্রথমটাই বেশ আকর্ষণীয়।
  • আপনার তৈরি করা প্রথম প্রকল্প বুকমার্ক যা তৈরি করা সরল, সহজ আর করতে এক ঘণ্টার বেশি লাগবে না। আপনি এই প্রকল্প করে সন্তুষ্টি পাবেন। আর এটা আপনাকে পরবর্তী পাঠে যেতে অনুপ্রাণিত করবে।

এই সব পাঠ আর ভিডিও ৯টা ভারতীয় ভাষায় রয়েছে। তাই শুরু করার আগে আপনার সবচেয়ে পছন্দের ভাষা খুঁজে নিন।

আপনার জন্য ঊষার কাছে মানানসই মেশিন আছে।

ঊষায় আমরা প্রত্যেক রকম ব্যবহারকারীর জন্য কোনো না কোনো মেশিনের সম্ভার তৈরি করেছি। একদম শিক্ষানবিশ থেকে শুরু করে পুরোদস্তুর পেশাদার, আপনার জন্য আমাদের একটা না একটা মেশিন আছেই। আমাদের সম্ভার দেখুন আর আপনার দরকারমত সেরা মেশিন দেখে নিন। আমাদের গ্রাহক পরিষেবকদের সাথে আপনার কথা বলার দরকার হলে তারা আপনাকে দরকারি সমস্ত তথ্য দেবেন। www.ushasew.com এ আমাদের সম্ভারগুলো দেখুন, আপনার কোনটা পছন্দ হয় দেখুন আর তারপর আমাদের ওয়েবসাইটের স্টোর লোকেটর ব্যবহার করে আপনার কাছের ঊষার দোকান খুঁজে নিন।

আপনি সেলাই শুরু করার পরে আপনি যা যা তৈরি করবেন সেসব আমরা দেখতে চাইব।
একবার আপনি সেলাই শুরু করার পর আপনার সৃজনশীলতা দেখে আমাদের ভাল লাগবে। অনুগ্রহ করে আমাদের যে কোনো সামাজিক নেটওয়ার্কের পৃষ্ঠায় আমাদের সাথে সেগুলো শেয়ার করুন। – (ফেসবুক), (ইন্সটাগ্রাম), (টুইটার), (ইউটিউব)। আপনি কেন এটা তৈরি করেছেন, এটা কার জন্য আর আপনি কিভাবে এটা সবিশেষ করেছেন তা আমাদের বলুন।

এবার দীর্ঘ গ্রীষ্ম শুরু হতে চলেছে বলে আমরা সুপারিশ করি আপনি বাড়িতে ঠাণ্ডায় থাকুন আর আপনার পাঠ অবিলম্বে শুরু করুন।

The Incredible Usha Janome Memory Craft 15000

এটা এমন এক সেলাই মেশিন যা একজন ইঞ্জিনিয়ার, একজন বিজ্ঞানী...

Sewing Personalized Gifts & Saving Pocket Money

Today kids have a more interesting and active social life...

Leave your comment