Terms of use

সংজ্ঞা

“চুক্তিপত্র”-র সংজ্ঞা হল এখানে উল্লিখিত শর্তাবলী এবং এই চুক্তিপত্রের সময়ান্তরে মার্জিত ও সংশোধিত আনুসঙ্গিক সূচি, পরিশিষ্ট ও সংযোজন সমুহ৷

“ব্যবহারকারি”-র সংজ্ঞা ও অন্তর্ভুক্তি হল ব্যক্তিবিশেষ অথবা কোন গোষ্ঠি অথবা কোন বিধিবদ্ধ গোষ্ঠি, যিনি বা যাঁরা পরিষেবা অর্থাৎ যে কোনও প্রকার দ্রব্যাদি, পণ্যাবলি, উৎপাদিত বস্তু, পরিষেবা, প্রস্তাব, প্রদর্শিত পদসকল এবং তৎসংলগ্ন এই পরিষেবার বর্ণনা, পদ্ধতি, তথ্যাবলি, নির্ভরপত্র, বিতরণসূচি প্রভৃতি গ্রহণ বা ব্যবহার করছেন৷

ইনফর্মেশন টেকনোলজি অ্যাক্ট 2000-এর 2(v) বিভাগের সংজ্ঞানুসার তথ্যাবলি, বর্ণনা, চিত্রাবলি, শব্দসমূহ, সংকেতসকল, কম্পিউটার প্রোগ্রাম সমূহ, সফ্টওয়ার ও তথ্যভান্ডার বা মাইক্রোফিল্ম বা কম্পিউটার দ্বারা নির্মিত মাইক্রোফিচ “ইনফর্মেশন”-এর অন্তর্ভুক্ত৷

বিধিবদ্ধ ঘোষণা

ব্যবহারকারির ওয়েবসাইটের ব্যবহার নিয়ন্ত্রিত করার নিমিত্ত আমাদের চুক্তিপত্রে উল্লিখিত শর্তাবলি এবং প্রাইভেসি পলিসি আন্তঃসম্পর্কিত। আমাদের ওয়েবসাইটের ব্যবহার অথবা এই ওয়েবসাইটে বিবৃত বিষয় ডাউনলোড করতে ইচ্ছুক ব্যবহারকারিগণ এই ঘোষণার অন্তর্গত শর্তাবলি স্বীকার করছেন। এই ওয়েবসাইটে প্রবেশ করার জন্য ব্যবহারকারিগণ এই শর্তাবলি স্বীকার করতে বাধ্য থাকবেন। যে কোন সময়ে কোনও ঘোষণা ছাড়াই ওয়েবসাইটের ব্যবহারের সম্পুর্ণ বা আংশিক পরিষেবা নিবৃত করার স্বয়ংকৃত অধিকার উষা ইন্টারন্যাশনাল দ্বারা সংরক্ষিত।

প্রদত্ত অধিকার এবং লাইসেন্স যে কোন সময়ে উষা ইন্টারন্যাশনাল নিবৃত করতে পারে এবং এইরূপ নিবৃতির ক্ষেত্রে ব্যবহারকারিগণ সমস্ত তথ্যাবলি নষ্ট করে ফেলতে স্বীকৃত থাকবেন।

যোগ্যতা

ব্যবহারকারি স্বীকার করছেন যে এই বিধিবদ্ধ চুক্তিপত্রের অংশীদার হওয়ার দক্ষতা ও যোগ্যতা তাঁর আছে এবং তিনি ঘোষণা করছেন যে প্রযোজ্য নিয়মানুসার চুক্তিপত্রের অংশীদার হওয়ার দক্ষতা ও যোগ্যতা না থাকলে তিনি এই ওয়েবসাইটটি ব্যবহার করবেন না।

সংশ্লিষ্ট বিধি এবৎ বিধি অধিকারক্ষেত্র

ভারতরাষ্ট্রের আইন অনুযায়ি এই অঙ্গীকারপত্র রচিত এবং পরিচালিত। এতদ্বারা ব্যবহারকারিগণ সর্বতোভাবে স্বীকার করছেন যে উষা ইন্টারন্যাশনাল-এর ওয়েবসাইট বা পরিষেবার ব্যবহারজনিত সর্বপ্রকার বিবাদের নিষ্পত্তি কেবলমাত্র নতুন দিল্লির আদালতগুলিতেই করা যাবে। এই অনুচ্ছেদের সীমাবদ্ধতা সংবলিত এই শর্তাবলির সম্যক অনুবিধি পালিত হয় না এরূপ অধিকারক্ষেত্রে সাইট ও পরিষেবার ব্যবহার অবৈধ।

বৌদ্ধিক সম্পত্তির অধিকার

উষা ইন্টারন্যাশনাল লিমিটেডের ওয়েবসাইটে প্রদর্শিত এবং ব্যবহারের শর্তাবলিতে উল্লিখিত উষা, শ্রীরাম, লেক্সাস, মাওয়ানা, জেন্ট্রা, ইউআইএল, উষা কেয়ার, ইমফিনিটি, উষা ন্যানো প্রভৃতি ট্রেডমার্ক/লোগো, এদের পাশাপাশি স্থাপিত উপপদ বা প্রত্যয়, অথবা এদের সংযুক্তি, প্রদর্শিত উপরোক্ত চিহ্নগুলির সংযুদ্ধ উপ-চিহ্ন, স্লোগান, সাহিত্যানুগ তথ্যাবলি, প্রযুক্তিক বৈশিষ্ট্য অথবা অন্য কোনও তথ্যাবলি ইত্যাদি উষা ইন্টারন্যাশনাল লিমিটেডের বৌদ্ধিক সম্পত্তির অধিকারভুক্ত। উপরোক্ত পেটেন্ট-বলে লব্ধ একচেটিয়া অধিকারগুলি উষা ইন্টারন্যাশনাল লিমিটেডের অনুকুলে প্রদত্ত ট্রেডমার্ক এবং কপিরাইট বিধির অনুবিধিগুলির নিবন্ধভুক্ত। অন্যকোনও ভাবে প্রকাশিত না হ’লে উষা ইন্টারন্যাশনাল লিমিটেড এই ওয়েবসাইটে প্রদর্শিত সকল তথ্যাবলির (যার নকশা, লোগো, রঙের শৈলী, গ্রাফিক্স শৈলী, প্রকৃত পাঠ্যাংশ, চিত্রাবলি এবং ভিডিওগুলি – যা এই তথ্যাবলির অন্তর্ভুক্ত, কিন্তু সীমাবদ্ধ নয়) অধিকারী। উষা ইন্টারন্যাশনালের পেটেন্ট, ট্রেডমার্ক, ট্রেড/ডোমেইনের নাম, লোগো, শ্লোগান, গ্রাফিক্স শৈলী, নকশা, কপি রাইট, সোর্স কোড বা কম্পিউটার প্রোগ্রাম ও বিষয়াদি অথবা কোনও চিহ্নিত বৈশিষ্ট্যগুলির উষা ইন্টারন্যাশনালের পূর্বপ্রদত্ত অনুমতি ব্যতীত কোন প্রকার অবৈধ ব্যবহার কঠোরভাবে বর্জিত। উষা ইন্টারন্যাশনালের মালিকানা সম্বন্ধীয় যে কোন সম্পদের সংলগ্ন অধিকার ব্যবহারকারি উল্লঙ্ঘন করলে উষা ইন্টারন্যাশনালের যে কোনও বা সম্যক ক্ষতির দায় ব্যবহারকারিকেই কঠোরভাবে বহন করতে হবে, এরূপ উল্লঙ্ঘনের কারণে উদ্ভুত এটর্ণীর দক্ষিণার আদায় যার অন্তর্ভুক্ত।

ব্যবহারকারি স্বীকার করেন যে সাইটের সকল নিবন্ধিত বা অনিবন্ধিত বৌদ্ধিক সম্পত্তির এবং/অথবা অন্তর্ভুক্ত বিষয়সমূহের অধিকার উষা ইন্টারন্যাশনালের বা তার লাইসেন্সপ্রাপকের উপর ন্যস্ত। এইরূপ বৌদ্ধিক সম্পত্তির ব্যবহারজনিত পসার কেবলমাত্র উষা ইন্টারন্যাশনালের উপরই কার্য্যকরী হবে।

উষা ইন্টারন্যাশনাল নয় এমন সাইটের লিংক

উষা ইন্টারন্যাশনাল তৃতীয় ব্যক্তির সাইটের অন্তর্ভুক্ত বিষয়গুলির পর্যালোচনা বা বিবেচনা উপলব্ধ করবে না অথবা এইরূপ তৃতীয় ব্যক্তির সাইটের সঠিকতার জন্য দায়ি থাকবে না। এছাড়াও উষা ইন্টারন্যাশনাল উষা ইন্টারন্যাশনাল সত্তাগুলির দ্বারা পরিচালিত নয় এমন ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারে। ব্যবহারকারি কোন লিঙ্ক প্রদত্ত সাইটে প্রবেশ করলে তার নিজ ঝুঁকি নিয়ে করবেন এবং ভাইরাস ও অন্যান্য ক্ষতিকারক পদার্থের নিমিত্ত সর্বপ্রকার নিরাপত্তামূলক সতর্কতা গ্রহণের দায়িত্ব ব্যবহারকারির উপর বর্তাবে। কোন লিঙ্ক বা ওয়েব তথ্যাবলি অথবা তথা বর্ণিত কোন দ্রব্য বা পরিষেবার জন্য উষা ইন্টারন্যাশনাল কোনও প্রতিনিধিত্ব বা নির্ভরপত্র স্বীকার করে না। লিঙ্কের দ্বারা উষা ইন্টারন্যাশনাল তার ও তার অধীনস্থ বা সংসৃষ্ট সংস্থার কোনও ট্রেডমার্ক, ট্রেডনেম বা কপিরাইট প্রতীক ব্যবহার উষা ইন্টারন্যাশনাল সমর্থন করে না বা নৈতিক অনুমোদন দেয় না।

বাধ্যবাধকতা ধারা

উষা ইন্টারন্যাশনাল তার সাইট/পরিষেবা সুবিধাজনক ব্যবহারের জন্য উপস্থিত করেছে। এই সাইটে প্রবেশ/সাইট ব্যবহার করার অথবা কোন তথ্যভান্ডার, বিষয়বস্তু, প্রকৃত পাঠ্যাংশ, চিত্রাবলি – যা এই ডাউনলোডের অন্তর্ভুক্ত, কিন্তু সীমাবদ্ধ নয় ডাউনলোড করার ফলে ব্যবহারকারির কম্পিউটার সরঞ্জাম বা অন্য কোন সম্পদের কোন ক্ষতি হলে উষা ইন্টারন্যাশনাল তার দায়িত্ব গ্রহণ করবে না বা তার জন্য দায়ি থাকবে না।

তার ভ্রমশূণ্যতার জন্য উষা ইন্টারন্যাশনাল কোন নির্ভরপত্র স্বীকার বা অভিযোগ করে না এবং উষা ইন্টারন্যাশনাল বিষেশতঃ সাইটের বিষয়বস্তুর কোনও ভ্রম বা ত্রুটিবিচ্যুতির দায়বদ্ধতা বা দায়িত্ব স্বীকার করে না। উষা ইন্টারন্যাশনাল বা সাইটের সৃজন, গঠন এবং বিতরণের সঙ্গে যুক্ত অন্য কোন গোষ্ঠি উষা ইন্টারন্যাশনালের সাইট/পরিষেবা ব্যবহার বা নিষ্পাদনের ফলে উদ্ভুত কোন প্রত্যক্ষ, পরোক্ষ, আর্থিক, প্রাসঙ্গিক, বিশেষ বা আনুসঙ্গিক ক্ষতি অথবা যে কোনও ক্ষতি – ব্যবহারের, তথ্যভান্ডারের বা লাভের ক্ষয় যার অন্তর্ভুক্ত, কিন্তু সীমাবদ্ধ নয়, তার জন্য কোনভাবেই দায়ি থাকবে না।

উক্ত ওয়েবসাইটটিতে প্রবেশ বন্ধ করার পরেও এই অনুবিধি প্রচলিত থাকবে।

সুরক্ষা

(i) সাইটের কার্য্যকারিতার প্রতিবন্ধক হয়, এমন যন্ত্র বা সফ্টওয়ার ব্যবহার করা অথবা (ii) অযথা বা অকারণে সাইটের পরিকাঠামোতে প্রতিবন্ধতা সৃষ্টি করে এমন কোন কাজ করা (যেমন বহু ইমেইল একত্রে পাঠানো বা স্প্যামিং) অথবা (iii) সাইটের সফ্টওয়ার বা তার কর্মক্ষমতার উপর হস্তক্ষেপ করা উষা ইন্টারন্যাশনাল দ্বারা কঠোরভাবে নিষিদ্ধ। সাইটে এমন পদার্থ প্রদান যা কোন ভাইরাস বহন করে বা অন্য কোন পদার্থ যা প্রোগ্রামের পরিকাঠামোর ক্ষতি বা তাতে হস্তক্ষেপ করে বা বাধার সৃষ্টি করে এই নিষেধের অন্তর্ভুক্ত, কিন্তু সীমাবদ্ধ নয়।

ক্ষতিপূরণ

ব্যবহারকারির আচার-আচরণ থেকে উদ্ভুত এবং কোন তৃতীয় গোষ্ঠি দ্বারা নির্দ্ধারিত যে কোনও ক্লেম, দাবি বা ক্ষতি (অ্যাটর্নীর দক্ষিণা সহ) থেকে উষা ইন্টারন্যাশনাল, তার অধীনস্থ বা সংসৃষ্ট সংস্থার, তার নির্দেশকগণের, অধিকারিগণের এবং কর্মিবৃন্দদের বাঁচাবার জন্য ব্যবহারকারি এতদ্বারা ক্ষতিপূরণ দেবার অঙ্গীকার করছেন।

এতদুল্লিখিত দায়বদ্ধতার সীমার প্রতি পক্ষপাতহীন হয়ে ব্যবহারকারি অঙ্গীকার করছেন যে তিনি উষা ইন্টারন্যাশনালের বিরুদ্ধে আনীত ব্যবহারকারির কোন ক্রিয়াফল বা আলস্য হতে উদ্ভুত ক্ষতির অভিযোগ – অবহেলা, মিথ্যা ও মানহানিকর বক্তব্য রাখা, গোপনীয়তা বা প্রচারের অধিকার এবং বৌদ্ধিক সম্পত্তির অধিকার ভঙ্গ করা, চুক্তিভঙ্গ করা যার অন্তর্ভুক্ত, কিন্তু সীমাবদ্ধ নয় – প্রশমিত করার জন্য সর্বপ্রকার ন্যায়সঙ্গত পদক্ষেপ গ্রহণ করবেন।

ব্যবহারকারির বস্তুবিশেষ/তথ্যাবলি

ব্যবহারকারির ব্রাইজারে প্রেরিত কুকিজ দ্বারা সনাক্তকরণ সম্পর্কিত তথ্যের মাধ্যমে উষা ইন্টারন্যাশনাল ব্যবহারের আদর্শ বিবরণ প্রাপ্ত ও সংরক্ষণ করতে পারে:

  • ব্যবহারকারীর হার্ড ড্রাইভে রাখা ওয়েব সার্ভার কুকি;
  • একটি আইপি অ্যাড্রেস, ব্যবহারকারীর কম্পিউটার থেকে বরাদ্দ করা;
  • যে ডোমেন সার্ভারের মাধ্যমে ব্যবহারকারী উষা ইন্টারন্যাশনালের পরিষেবাগুলিকে অ্যাক্সেস করতে পারবেন;
  • যে ধরণের কম্পিউটার ব্যবহারকারী ব্যবহার করছেন;
  • যে ধরণের ওয়েব ব্রাউজার ব্যবহারকারী ব্যবহার করছেন;
  • পদবি সহ নাম;
  • বিকল্প ই-মেল অ্যাড্রেস;
  • মোবাইল ফোন নং এবং যোগাযোগের বিবরণ;
  • জিপ/ পোস্টাল কোড;
  • উষা ইন্টারন্যাশনালের ওয়েবসাইটে ফিচার্সগুলির ওপর মন্তব্য
  • ব্যবহারকারী যে পেজগুলি ভিজিট করেন সেগুলির বিষয়ে;
  • উষা ইন্টারন্যাশনালের সাইটে ব্যবহারকারী যে লিঙ্কগুলিতে ক্লিক করেন; ইত্যাদি

ব্যবহারকারির দ্বারা এই সাইটে উল্লেখিত যে কোনও ব্যক্তিগত সনাক্তকৃত বিষয়বস্তু বা তথ্যাদি উষা ইন্টারন্যাশনাল এই সাইটের গোপনীয়তা নীতি মোতাবেক সন্ধান করতে পারে। এই সাইটে উল্লেখিত বিষয়বস্তু বা তথ্যাদি উষা ইন্টারন্যাশনালের সম্পত্তি অথবা উষা ইন্টারন্যাশনালের অনুমোদন দ্বারা ব্যবহৃত। সাইটে বর্ণিত চিত্রাবলির অনৈতিক ব্যবহার কপিরাইট বিধি, ট্রেডমার্ক বিধি, গোপনীয়তা বা প্রচারের বিধি এবং/অথবা দেত্তয়ানি এবং ফৌজদারী বিধি লঙ্ঘন করতে পারে।

ব্যবহারকারি আরও অঙ্গীকারবদ্ধ থাকছেন যে ব্যবহারকারির উষা ইন্টারন্যাশনালের প্রতি প্রেরিত যে কোন বিষয়বস্তু বা তথ্যাদি ব্যবহারকারি উষা ইন্টারন্যাশনালকে পূর্ণ স্বত্বনিয়োগ করছেন এবং সমুদায় বিষয়বস্তু বা তথ্যাদির বৌদ্ধিক সম্পত্তির অধিকার উষা ইন্টারন্যাশনালকে হস্তান্তর করছেন, যার ফলস্বরূপ উষা ইন্টারন্যাশনাল এইগুলি ব্যবহার করতে সক্ষম। ব্যবহারকারি অধিকন্তু অঙ্গীকার করছে যে উষা ইন্টারন্যাশনাল ব্যবহারকারি দ্বারা প্রেরিত যে কোন ধারণা, কল্পিত বিষয় বা কৌশল স্বাধীনভাবে ব্যবহার করতে পারবে।

পরিবর্তনসমূহ

উষা ইন্টারন্যাশনাল তার একান্ত নিজ বিবেচনায় যে কোনও সময়ে এই চুক্তিপত্রের পরিবর্তন, রদবদল, সংযোজন বা কোন আংশিক অথবা সার্বিক বিয়োজনের সকল অধিকার গ্রহণ করছে। তবে এই চুক্তিপত্রের এইরূপ পরিবর্তন সাইটে নথিবদ্ধ হওয়ার পরেই কার্য্যকর হবে। ব্যবহারকারি স্বীকার করছেন যে এইরূপ পরিবর্তনের পরও যদি তিনি সাইটের ব্যবহার করেন, তবে তা এইরূপ পরিবর্তনের বা রদবদলের সম্মতিরূপে গণ্য হ’বে।

উষা ইন্টারন্যাশনাল কোনও ঘোষণা অথবা দায়বদ্ধতা ছাড়াই ব্যবহারকারি দ্বারা সাইটের আংশিক বা পূর্ণ প্রবেশাধিকারের অথবা কোন বিশিষ্টতার সীমা নির্ধারণ করার অধিকার রাখবে।

অস্বীকৃতি

সাইটের যে কোন উদ্দেশ্যজনিত উদ্ধৃতির যথার্থতা, নির্ভরযোগ্যতা, প্রাপ্যতা, সত্যতা, পরিমাণ, নিরবছিন্নতা, ভাইরাস বা অন্য কোনও উপাংশের কার্যক্ষমতার হ্রাস এবং তথ্যের সঠিকতা, সফ্টওয়ার, দ্রব্যাদি, পরিষেবা এবং সাইট সম্পর্কিত যে কোন গ্র্যাফিক্স সম্পর্কিত লিখিত অথবা ঊহ্য যে কোনও প্রকার নির্ভরপত্র উষা ইন্টারন্যাশনাল অস্বীকার করে। সাইটে বিবৃত ও বিধৃত উপাদানসমূহের বা অন্যান্য তথ্যাবলির সুনিশ্চিত সম্পূর্ণতার জন্য উষা ইন্টারন্যাশনাল দায়বদ্ধ নয়। ব্যবহারকারি স্বীকৃত থাকেন যে এরূপ কোন তথ্যাবলির উপর কোনও প্রকার নির্ভরশীলতার ঝুঁকি ও দায়িত্ব একমাত্র ব্যবহারকারিরই।

উষা ইন্টারন্যাশনাল তার পরিষেবা, সফ্টওয়ার, দ্রব্যাদি এবং সংশ্লিষ্ট গ্রাফিক্স এবং সর্বপ্রকার উহ্য নির্ভরপত্রাদি ও বিক্রয়সাধ্যের শর্তাদির প্রতি যে কোনও অভিযোগ অস্বীকার করছেন।

সাইটের ব্যবহারজনিত অথবা এই চুক্তিপত্রজনিত যে কোনও প্রত্যক্ষ, পরোক্ষ, অনুবন্ধী, আর্থিক, বিশেষ বা অন্তর্বর্তিকালীন ক্ষতির জন্য উষা ইন্টারন্যাশনালকে কোনোভাবেই দায়ি করা যাবে না।