If you are going to learn sewing then do it on an USHA Allure Dlx

সেলাই জানলে সেটা দারুণ দক্ষতা। আর অদূর অতীতে সবাই সেলাই জানত। বোতাম হোক বা জিন্স হেমিং করা, বাড়িতে সবসময় কেউ থাকতেন যিনি এই কাজ করে দিতেন। আজ দুর্ভাগ্যবশতঃ অনেকেই সেলাই করতে জানেন না আর আমাদের মধ্যে অনেকেই কখনো সেলাই মেশিনের সামনে বসিনি। আপনি কেন জিজ্ঞেস করলে বেশিরভাগজন বলেন যে এটা জটিল কাজ যা নিষ্প্রভ আর নিরস।

ধারণাটা বাস্তব থেকে অনেকটাই দূরে। সেলাই প্রযুক্তি বহুদূর এগিয়ে যাওয়ায় এটা সবচেয়ে সহজে শেখা দক্ষতাগুলোর একটা। মেশিন এখন ইলেক্ট্রিক, চালানো সহজ, এমনকি কয়েকটাতে কম্পিউটার লাগানো থাকে।

ঊষা সেলাই মেশিনের বিশাল সম্ভার তৈরি করে। মডেলগুলোতে হস্তচালিত সরল মেশিন থেকে শুরু করে অটোমেটিক্যালি ডিজাইন করতে প্রোগ্রাম করা যায় এমন মেশিনও আছে। এই সম্ভারের মাঝে রয়েছে সবচেয়ে সুন্দর মেশিনগুলোর একটা আর তা ঊষা অ্যালিয়র ডিএলএক্স নামে পরিচিত।

দেখা যাক ঊষা অ্যালিয়র ডিএলএক্স কেমন করে সেলাই নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে পারে। আমরা একটা সমস্যা বলব আর আপনাকে দেখাবো কিভাবে ঊষা অ্যালিয়র ডিএলএক্স এটা ঠিক করে। এক একটা করে বলা যাক।

“আমি সুচে সুতো পরাতে পারি না”

এখন অনেকেই শুরু করার আগেই থেমে যান কারণ তারা মেশিন সেট আপ করতে আর সুচে সুতো পরাতে পারেন না। আপনার এ ব্যাপারে আর সমস্যা হবে না। আপনাকে শুধু ভিডিও দেখে নির্দেশাবলী অনুসরণ করতে হবে। আর আপনি দেখবেন যে নিমেষেই সুচে সুতো ঢুকে গেছে। পরের সমস্ত ধাপ ভিডিওতে ব্যাখ্যা করা হয়েছে। এর শেষে আপনি একটা ববিন স্পুল করতে, সেলাইয়ের দৈর্ঘ্য সামঞ্জস্য করতে, সেলাইয়ের প্যাটার্ন পরিবর্তন করতে পারবেন আর আপনার মেশিনে ঢোকানোর আর বের করার বিষয়ে জানবেন।

“এটা বড্ড ক্লান্তিকর”

ঊষা অ্যালিয়র ডিএলএক্স সম্পূর্ণ ইলেক্ট্রিক সেলাই মেশিন। নিজেকে ব্যস্ত করার বা ঘাম ঝরাবার দরকার নেই। শুরু করতে আপনাকে শুধু ছোট্ট ফুট প্যাডেল টিপতে হবে। এটা ঠিক গাড়ির অ্যাক্সিলারেটর মত কাজ করে। যত জোরে টিপবেন মেশিন তত তাড়াতাড়ি চলবে। আর আমরা মিনিটে শত শত সেলাইয়ের কথা বলছি। তাই এটা বড্ড ক্লান্তিকর এই অজুহাতের সুযোগ আর নেই।

একটা সেলাই মেশিন সবকিছু করতে পারে না

হ্যাঁ আপনি ঠিক বলেছেন। একটা সেলাই মেশিন কেক সেঁকতে পারে না। কিন্তু সেলাইয়ের কথা হলে ঊষা অ্যালিয়র সব কিছু করতে পারে। এর একাধিক সেলাইয়ের প্যাটার্ন, সামঞ্জস্যপূর্ণ সেলাইয়ের দৈর্ঘ্য, বোতামের ঘর করা আর তা সেলাই করা সমেত অন্যান্য নানা বৈশিষ্ট্য আছে যা আপনার জীবনকে সহজ আর আপনার জন্য সেলাইকে মজার করে তুলবে।

বোতাম সেলাই সম্পর্কে বলা যাক। কিছুকাল আগেও আপনাকে হাত দিয়ে এটা করতে হত অথবা এটা করতে পেশাদারকে বলতে হত। এখন ঊষা অ্যালিয়র ডিএলএক্স দিয়ে, কিভাবে কন্ট্রোল ব্যবহার করা হয় তা বুঝলে একটা ছোট্ট শিশুও এটা করতে পারে। এটা করতে বোতামের আকার অনুযায়ী সুচ সেট করতে হয় আর তারপর শুধু প্যাডেল চালাতে হয়। আর কি, কাজ শেষ।

“সেলাই মেশিন দেখতে নিরস’

ধারণাটা বাস্তব থেকে অনেকটাই দূরে। ঊষা অ্যালিয়র ডিএলএক্স যন্ত্রটা দেখতে বেশ, আসলে সব ঊষা সেলাই মেশিনই দেখতে দারুণ সুন্দর। এগুলোতে পরিষ্কার রঙ আর দারুণ গ্রাফিক্স থাকে। আপনি ইঞ্জিনিয়ার হলে বা যান্ত্রিক বিষয়ে আগ্রহ থাকলে মেশিন কি রকম নিখুঁতভাবে আর মনোযোগ দিয়ে বানানো হয়েছে তা দেখলে অবাক হবেন। এটা এমন এক যন্ত্র যেখানে সবকিছুই ফিট হয় আর ঘড়ির মত কাজ করে। সুচ মিনিটে শত শত সেলাই করে আর প্রথম সেলাই থেকে শেষ পর্যন্ত মসৃণভাবেই করে। এই হল আসল ইঞ্জিনিয়ারিং।

শিক্ষানবিশের জন্য দারুণ। সুদক্ষ ব্যক্তির জন্য আরো ভাল।

ঊষা অ্যালিয়র ডিএলএক্স সেলাই শুরু করার পক্ষে দারুণ মেশিন, এটা আমরা সবাই বুঝি। কিন্তু যা এটাকে আরো ভাল করে সেটা হল আপনি এই মেশিনের সাথে আর দক্ষ হতে থাকেন। আপনার দক্ষতা আরো নিপুণ হওয়ার সাথে সাথে আপনি সেগুলো দিয়ে আরো বেশি কিছু করতে শুরু করেন, তখন আপনি দেখবেন যে ঊষা অ্যালিয়র ডিএলএক্স আপনার গতিতেই চলছে। আপনার যা কিছু অন্তর্নির্মিত হিসাবে দরকার সবই এতে আছে – সেলাইয়ের প্যাটার্ন, সেলাইয়ের দৈর্ঘ্য, বোতামের ঘর করা, বোতাম সেলাই আর আরো অনেক কিছু।

বুঝতে হলে একবার আপনাকে করে দেখতে হবে

আমরা গর্বিত মা-বাবার মত যারা আমাদের মেশিনকে, বিশেষত ঊষা অ্যালিয়র ডিএলএক্স-কে ভালবাসে। তাই আমরা বিশ্বাস করি যে ব্যবহার করার পরে বিচার করা উচিত। সুতরাং, আমরা আপনাকে ঊষা অ্যালিয়র ডিএলএক্স ব্যবহার করে দেখতে আমন্ত্রণ জানাচ্ছি দেখুন এটা কিরকম পারফর্ম করে। আপনি পৃষ্ঠার উপরে হেল্পলাইন নম্বরে বা আমাদের অনেক বিক্রেতাদের একজনের কাছে অথবা ঊষা সেলাই স্কুলে গিয়ে এটা করতে পারেন। পৃষ্ঠার উপরে থাকা লোকেটর টুল দিয়ে নিকটতম দোকান খুঁজে নিন।

আপনি আপনার বাড়িতে ঊষা অ্যালিয়র ডিএলএক্স সেলাই মেশিন আনলে, সোজা ushasew.com এ যান। আপনাকে সেলাইয়ের দৃঢ় ভিত্তি দেওয়ার জন্য এখানে আমরা পাঠ আর প্রকল্পগুলো তৈরি করেছি। আপনি দেখবেন এই পাঠ আর প্রকল্পগুলো প্রথমে আপনাকে মৌলিক বিষয় শেখাবে আর তারপর আপনাকে কিভাবে আপনার দক্ষতাগুলোকে সবচেয়ে আকর্ষণীয়ভাবে ব্যবহার করবেন তা দেখাবে। সব ভিডিও ৯টা ভারতীয় ভাষায় আছে।

যখন আপনি প্রকল্পগুলো করতে শুরু করবেন তখন আমাদের কোনো সামাজিক নেটের যে কোনো পৃষ্ঠায় আপনার সৃষ্টিগুলো শেয়ার করবেন। আপনি নিচে লিঙ্কগুলি পাবেন।

আপনি সাহায্য চাইলে বা আরো তথ্যের দরকার হলে আমাদের হেল্পলাইনে কল করুন।

The Incredible Usha Janome Memory Craft 15000

এটা এমন এক সেলাই মেশিন যা একজন ইঞ্জিনিয়ার, একজন বিজ্ঞানী...

Sewing is great for Boys & Girls

সেলাই ছেলে এবং মেয়ে উভয়ের জন্য একটা দারুণ শখ। মানসিক...

Leave your comment