Learn Sewing in 9 Indian Languages

সেলাই জানলে সেটা দারুণ দক্ষতা। এটা আপনাকে আপনার সৃজনশীলতা প্রকাশ করতে আর বিভিন্নভাবে নিজেকে প্রকাশ করতে দেয়। এটা এমন দক্ষতা যা আপনার সঠিকভাবে শেখা দরকার। একমাত্র তখনই আপনি এগিয়ে যেতে আর নিজের ডিজাইন বানাতে পারবেন।

এই আশ্চর্যজনক নৈপুণ্য শিখতে Ushasew.com এ পার্ফেক্ট জায়গা। এখানে আপনাকে প্রত্যেক ধাপে সঠিকভাবে নিয়ে যাওয়ার জন্য পাঠগুলো তৈরি করা হয়েছে। আপনি মৌলিক বিষয়গুলো শিখে একটা দৃঢ় ভিত্তি পাবেন যা আপনার বাকি জীবনে আপনাকে সাহায্য করবে। আপনার দক্ষতা নিপুণ করার সাথেই আকর্ষণীয় প্রকল্প তৈরি করে সেগুলোর সদ্ব্যবহার করতে পারবেন। এই প্রকল্পের ভিডিওগুলো কৌশলগতভাবে পাঠগুলোর মধ্যে রাখা হয়েছে যাতে আপনি আপনার সদ্য অর্জিত দক্ষতা ব্যবহার করতে পারেন।

পাঠ আর প্রকল্পগুলো আপনার মাতৃভাষায় আছে

শেখার প্রক্রিয়া সহজতর এবং আরো ভাল করতে আমরা নিশ্চিত করেছি যে পাঠ আর প্রকল্পগুলো যেন ৯টা ভারতীয় ভাষায় থাকে যেগুলো আমাদের দেশের বেশিরভাগজন জানেন। ইংরেজি আর হিন্দি ছাড়াও আপনি গুজরাটি, কন্নড়, তামিল, বাংলা, মালয়ালাম, তেলুগু আর মারাঠিও পাচ্ছেন।

সহজে অনুসরণেয় নির্দেশাবলী সমেত বিশদ পাঠ

সমস্ত পাঠ বিস্তারিতভাবে ভাবা হয়েছে আর আপনাকে দৃঢ় ভিত্তি দেওয়ার জন্য পরিকল্পিত। আপনি যে নির্দেশাবলী শোনেন সেগুলো আপনাকে প্রত্যেক ধাপ বিশদে জানায় আর এই শিল্পে সুযোগ্য হওয়ার পথে আপনাকে নিয়ে যাওয়ার সময় আপনার হাত ধরে থাকে।

আমরা এমন কিছু সেরা মানুষকে পেয়েছি যারা বিষয়বস্তু অনুবাদ করার জন্য সেলাই বোঝেন, নাহলে হয়ত সেই আস্বাদ হারিয়ে যেত। এর ভাষা সরল আর ইচ্ছাকৃতভাবে গতি কম রাখা হয়েছে যাতে আপনি সবকিছু বুঝতে পারেন।

ক্লিক করে আপনার ভাষা বেছে নিন

Ushasew.com সাইটে আপনার ভাষা বেছে নেওয়া সত্যিই সহজ মনে হবে। শুরুতেই যখন আপনি পাঠ আর প্রকল্পের পৃষ্ঠায় আসবেন তখন আপনাকে সেখানে থাকা ৯টার মধ্যে কোনো একটা ভাষা বাছতে বলা হবে। একবার আপনি ভাষা বেছে নিলে সব ভিডিও ঐ ভাষাতেই চলবে। সবচেয়ে ভাল ব্যাপার হচ্ছে আপনি যে কোনো সময় এক ভাষা থেকে অন্যটায় যেতে পারেন।

সঠিক ক্রমে পাঠগুলো দেখুন

যদিও এই নিবন্ধের উদ্দেশ্য আপনার সবচেয়ে পছন্দের ভাষায় শিখতে পারেন তা আপনাকে জানানো, তাহলেও একথায় জোর দেবো যে সঠিক ক্রমে পাঠগুলো অনুসরণ করা দরকার। Ushasew.com এর সমস্ত বিষয়বস্তু আপনাকে সেলাই শিল্পে দৃঢ় ভিত্তি দেওয়ার লক্ষ্যে তৈরি করা হয়েছে। আপনি এই শিল্পে নতুন হলে সঠিক ক্রমে জিনিসগুলো বুঝতে পারবেন। আর ইতিমধ্যে আপনার কিছু জ্ঞান থাকলে আপনার দক্ষতা নিপুণ হয়ে উঠবে।

আপনার কাছে যদি অন্য কোন ভাষা থাকে যাতে আপনি পাঠ আর প্রকল্প অনুবাদ দেখতে চান, তবে অনুগ্রহ করে আমাদের জানান। আর আমরা দেখবো সেটা কিভাবে করা যায়। তাছাড়া আপনি প্রকল্প করে থাকলে আমাদের সাথে শেয়ার করুন। নিচে আপনি আমাদের সামাজিক নেটওয়ার্কের লিঙ্ক পাবেন।

আপনি সাহায্য চাইলে বা আরো তথ্যের দরকার হলে আমাদের হেল্পলাইনে কল করুন।

The Incredible Usha Janome Memory Craft 15000

এটা এমন এক সেলাই মেশিন যা একজন ইঞ্জিনিয়ার, একজন বিজ্ঞানী...

Sewing is great for Boys & Girls

সেলাই ছেলে এবং মেয়ে উভয়ের জন্য একটা দারুণ শখ। মানসিক...

Leave your comment