Your old denims will love this project

আমাদের সবার জিন্স আছে যা আমরা ভালবাসি আর সম্ভবত পরি। সেগুলো পুরোপুরি ফ্যাকাশে হয়ে গেছে আর সেগুলো এতটাই আরামদায়ক যেন মনে হয় আপনারই অঙ্গ। সেগুলোর প্রান্তের চারপাশটা সামান্য রুক্ষ হয়ে গেলে আর সেগুলোকে ফেলার কথা ভেবে আপনার মনখারাপ হলে এখানে কিছু দারুণ খবর রয়েছে। আমাদের এমন এক প্রকল্প আছে যা সেগুলোকে জীবনের নতুন পরশ দেবে আর ডিজাইনারের দুনিয়ায় নিয়ে যাবে।

পুনর্জন্ম! মানে প্রায় কাছাকাছি।

আমরা যে পরামর্শ দিতে চাইছি তা হল এই পুরনো জিন্সগুলো নিয়ে সেগুলোকে এমন কিছুতে রূপান্তর করা যা ভীনগ্রহের মনে হবে। সেগুলো অনুপম হবে, আর প্রাপ্য সব মনোযোগই পাবে।

এখন এটা সহজ। আপনাকে শুধু আপনার কল্পনা আর সৃজনশীলতা ব্যবহার করতে হবে। এখানেই শেষ! আপনি সেগুলোকে নিয়ে কি করতে চান সেই পরিকল্পনা করুন। আপনি সেগুলোকে শর্টস বানাতে চান? আপনি কি সেগুলোকে ফিতে বা জোড়াতালি দিয়ে সাজাতে চান? যে কোনো কিছু আর সবকিছুই সম্ভব।

আপনি কিভাবে শুরু করবেন এখানে দেখুন

প্রথমে Ushasew.com এ যান আর পাঠগুলো দেখুন। এগুলো সংক্ষিপ্ত আর অনুসরণ করা সহজ। এগুলো আপনার দরকারি সমস্ত তথ্য দেয় আর সেরা সম্ভাব্য উপায়ে সেলাই করা শেখায়। প্রথম কয়েকটা পাঠ আপনাকে মৌলিক বিষয়গুলো দেখায় আর তারপর থেকে আপনাকে ঠিকমত সেলাই করতে শেখায়।

সঠিক ক্রমে এই পাঠগুলো দেখুন। প্রত্যেক পাঠ পরবর্তী পাঠে নিয়ে যায়, কাজেই ভিডিও টপকে গেলে গুরুত্বপূর্ণ টিপ্স বাদ চলে যেতে পারে। প্রত্যেক পাঠের পর আপনি সুনিপুণ হওয়া পর্যন্ত অনুশীলন করুন।

আপনি মৌলিক বিষয়গুলো শেখা হলে প্রজেক্ট নং ৬ এ যান। এতেই কিভাবে আপনি শর্টস সাজাবেন তা দেখায়।

দারুণ ইম্প্যাক্টের জন্য সরল ধাপ

আপনি প্রকল্পের ভিডিও দেখলে চোখে পড়বে যে এটা আপনাকে শর্ট জোড়া সাজানোর বিভিন্ন উপায় দেখায়। প্রকল্পতে ফিতে ব্যবহার করা হলেও আপনি আপনার সৃজনশীলতার পাখায় চড়ে আপনার কল্পনামত যা চান তাই যোগ করতে পারেন। যেহেতু সেলাইয়ের মৌলিক বিষয়গুলো একই, তাই আপনি ভিডিওতে দেখানো উপকরণগুলো সহজেই প্রতিস্থাপন করতে পারবেন।

আপনাকে শুধু বুঝতে হবে কি করা দরকার আর তা কিভাবে ভিডিওতে সবিস্তারে ব্যাখ্যা করা হয়েছে।

এই প্রকল্প অন্যান্য কাপড়েও কাজ করে।

আপনি আপনার পুরনো ডেনিমকে নতুন জীবন দেওয়ার পরে অন্যান্য কাপড়ের উপর করতে পারেন। সেগুলো পুরনো হতেই হবে তা নয়, শুধু এমন কিছু যাতে আপনি সামান্য স্টাইল যোগ করতে চান। একই কৌশল ব্যবহার করুন, নির্দেশাবলী বুঝে বিভিন্ন উপায়ে সেগুলোকে ব্যবহার করুন। আপনি সত্যিই আপনার সৃজনশীলতার ডানা মেলে উড়তে পারেন। জিপার ব্যবহার করুন, টাসেল আর পুতি যোগ করুন, কবজির আকৃতি বদলান… সবকিছুই সম্ভব। আপনার দেখা পাঠগুলো আপনাকে সমস্ত ধাপ দেখিয়েছে। আপনাকে এখন সেগুলোকে আলাদাভাবে ব্যবহার করতে হবে।

কাজেই ঐ ডেনিমগুলোকে আর অপেক্ষায় না রেখে সেলাই করা শুরু করুন।

আপনি কি কি তৈরি করেন আমাদের তা দেখে ভাল লাগবে। অনুগ্রহ করে আমাদের সামাজিক নেটওয়ার্কের পৃষ্ঠায় সেগুলো শেয়ার করুন। সম্ভব হলে আপনার কি কি ভাবছিলেন আর আপনার সমস্ত ধাপ ব্যাখ্যা করুন যাতে অন্যরা আপনার কাছ থেকে শিখতে পারে।

The Incredible Usha Janome Memory Craft 15000

এটা এমন এক সেলাই মেশিন যা একজন ইঞ্জিনিয়ার, একজন বিজ্ঞানী...

Sewing is great for Boys & Girls

সেলাই ছেলে এবং মেয়ে উভয়ের জন্য একটা দারুণ শখ। মানসিক...

Leave your comment