Understanding Different Sewing Feet

আপনি নিশ্চয়ই ভাবছেন সেলাই মেশিনের ফুট আবার কি। আসলে এটা একটা ছোট্ট ডিভাইস যা কাপড় ধরে রাখে আর সেলাইয়ের সাথে সেটাকে সরায়। অন্যান্য ফুট ডিজাইন আছে যেগুলোর সাহায্যে আরো অনেক কিছু করা যায়। বিশেষ ফীট পাওয়া যায় যে ব্যাপারে আমরা একটু পরে আপনার পরিচয় করাব।

ইউনিভার্সাল প্রেশার ফুট

আপনার ঊষা সেলাই মেশিনে ইউনিভার্সাল প্রেশার ফুট থাকে। এই ফুট রোজকার নিয়মিত সেলাইয়ের জন্য প্রস্তুত থাকে। জিগ জ্যাগ ফুট হিসাবেও পরিচিত এই সব কাজের প্রেশার ফুটকে বেশিরভাগ সোজা আর জিগ জ্যাগ সেলাইয়ের জন্য ডিফল্ট রাখা হয়।

জিপার ফুট

জিপার ফুট আপনাকে জিপারের কয়েলের কাছে সেলাই করতে দেয়, অর্থাৎ এটা মসৃণভাবে সেঁটে যায় আর দেখতে সুন্দর লাগে। পাউচ তৈরির সময় জিপার সংযুক্ত করতে চাইলে এই ফুটই কাজে আসে। আপনার প্রিয় ডেনিমের জিপার পরিবর্তন করা এই ফুটের সাহায্যে বাঁ হাতের ব্যাপার।

বাটনহোল ফুট

আরেকটা ফুট আপনার কিটে রাখা উচিত, সেটা হল বাটনহোল ফুট। এটা নানা স্টাইলে পাওয়া যায় যদিও সেগুলোর সবকটাই আপনাকে পরিষ্কার আর সুন্দরভাবে বোতামের ঘর সেলাই করতে সাহায্য করে। এই ফুট ভাল করে দেখলে আপনার চোখে পড়বে যে এটা ধীরে ধীরে কাপড়গুলোকে গাইড করে আর সুচ দিয়ে দুটো আলাদা সারি সেলাই করতে দেয়। শেষ হলে, বোতামকে টপকাতে আপনাকে এই দুটো সারির মাঝের কাপড় কাটতে হবে।

ব্লাইন্ডস্টিচ হেম ফুট

এটা সেই ফুট যা আপনাকে সুন্দর করে গুঁজে যাওয়া হেম দেয় যার ফলে সেলাইগুলো আপনি দেখতে পান না। ব্লাইন্ড স্টিচ হেম ফুট এমন আকৃতির হয় যে সুচ নিজের কাজ করার সময় এটা গুঁজে দেয়। যার ফলে সীম চোখে পড়ে না অথচ পরিষ্কার প্রান্ত পাওয়া যায়।

পিনটাক ফুট

আপনি ফিতে বা সিল্কের মত সূক্ষ্ম কাপড় সেলাই করলে এই ফুট পার্ফেক্ট। ফুটে ডিজাইন যোগ করে পিনটাক যা সেগুলোকে সুন্দর ফিনিশ দেয়। পিনটাকগুলো আশ্চর্যজনক সমান্তরাল বা বাঁকা লাইনে সুন্দর শৈল্পিক প্রভাব দেখাতে ব্যবহার করা যেতে পারে। আপনি সুন্দর ফলাফল পেতে সাধারণ কাপড়ের উপর সৃজনশীলভাবে পিনটাক ব্যবহার করতে পারেন। ভিডিও দেখুন

সীম ফুট

মসৃণ ফিনিশ একজন ভাল বুননকারীর প্রতীক। এই ফুটই এর জন্য দায়ী। এটা সুদৃশ্য সবকিছুকেই মসৃণ ফিনিশ দেয়। জোড়াতালির জন্য, কাপড়ের দুটো টুকরো জুড়তে, ইত্যাদির জন্য সমান সীম অত্যাবশ্যক। যদি আপনার শুধু একটাই ফুট চাই, তবে এটাই সেটা। ভিডিও দেখুন

কর্ডিং ফুট

তাহলে আপনি জটিল ডিজাইন বানাতে চান? সেক্ষেত্রে আপনার এই ফুটই দরকার। এটা আপনাকে একসঙ্গে তিনটে সূক্ষ্ম কর্ডে সেলাই করতে দেয়। আপনি আপনার ডিজাইনে দারুণ ৩ডি-র মাত্রা যোগ করতে কর্ডিং ব্যবহার করতে পারেন। আপনি রুমাল থেকে শুরু করে আপনার কুশন কভার কিম্বা কাপড় সবকিছুতেই ডিজাইনের উপকরণ হিসাবে কর্ডিং ব্যবহার করতে পারেন। ভিডিও দেখুন

বীডিং ফুট

সেই ফুট যা জাঁকজমক যোগ করে! আপনি বীডিং ফুট ব্যবহার করে পুতির মালা দিয়ে সহজেই আপনার কাপড় সাজাতে পারেন। আপনি চমৎকার নেকপিস থেকে শুরু করে কাপড়কে পুতি দিয়ে বিভিন্ন প্রকল্প ফুটিয়ে তুলতে পারেন। আপনার সৃষ্টিকে অত্যাশ্চর্য করে তুলতে নানারকম পুতি নিয়ে পরীক্ষানিরীক্ষা চালান। ভিডিও দেখুন

বাইন্ডার ফুট

কুইল্টাররা সঙ্গত কারণেই এই ফুট পছন্দ করে। এই ফুট দ্রুত আর সহজে একটা সহজ ধাপে বায়াস টেপ সংযুক্ত করে। কুইল্টারদের মধ্যে সেলাইয়ের প্রিয় একটা কৌশল বাঁধাই, যেখানে এটা সবচেয়ে প্রয়োজন। কাপড়ের প্রান্ত থেকে সুতো ওঠা আটকাতে প্রান্তগুলো যেখানে বন্ধ করা দরকার সেখানে আপনি বাঁধাই করতে পারেন। ভিডিও দেখুন

ডার্নিং ফুট

আপনার বাড়িতে বাচ্চা থাকলে আপনার এই ফুট অবশ্যই চাই। আপনি সারানোর জন্য আর ফ্রী মোশন সূচিশিল্পের জন্য এই ফুট ব্যবহার করতে পারেন। এই ফুট আপনার আঙুল রক্ষা করার পাশাপাশি সেলাইয়ের সঠিক গড়ন নিশ্চিত করে আর সেলাই টপকানো কমায়। ভিডিও দেখুন

গ্যাদারিং ফুট

কোঁচ দিলে যে কোনো কাপড়ে স্টাইল যোগ হয়। কিন্তু সেগুলো সুন্দর আর সমান হতে হবে। তবেই সবকিছু দারুণ দেখাবে। এই কাজ আপনি গ্যাদারিং ফুট দিয়ে সহজেই করতে পারেন। আসলে এই ফুট ব্যবহার করা বেশ সহজ। ভিডিও দেখুন

পাইপিং ফুট

পাইপিং করলে প্রান্তগুলোকে স্টাইলিশ করা যায় আর এটাকে শক্তিশালীও করে। এটা সাধারণত কাপড়ে ব্যবহৃত হয় আর অন্যান্য সেলাই প্রকল্পেও সৃজনশীলভাবে ব্যবহার করা যায়। আলংকারিক সাজ যোগ করতে আর নেকলাইন অথবা অন্যান্য কাপড়ের প্রান্ত ভাল করতে পাইপিং ফুট ব্যবহার করুন। ভিডিও দেখুন

রিবন/সিকুইন ফুট

নাম থেকে বোঝাই যাচ্ছে, এই ফুট রিবন আর সিকুইন সংযুক্ত করতে ব্যবহৃত হয়। এই ফুট দিয়ে আপনার পুরনো জামাকাপড় আপসাইকেল করতে নানা রকম রিবন আর সিকুইন যোগ করা, আকর্ষণীয় জিনিসপত্র তৈরি করা, আরো অনেক কিছু করা সহজ হবে। ভিডিও দেখুন

রাফ্লার ফুট

রাফ্লার ফুট ব্যবহার করে সুন্দর ঝালর আর পাট বানাতে শিখুন। আপনি আপনার সৃষ্টিতে ঐসব সুন্দর জিনিস যোগ করতে পারবেন; সেগুলো কাপড় বা সাজানোর অ্যাক্সেসরিজ যাই হোক। ঝালর সবকিছুতেই একটু নাটক আর স্টাইল যোগ করে। কুশনে সঠিক ঝালর থাকলে তা শৈল্পিক নমুনা হয়ে ওঠে। ভিডিও দেখুন

সবচেয়ে মজাদার উপায়ে শিখুন আর তৈরি করুন।

Ushasew.com এ আমরা ভিডিওগুলোর একটা তালিকা রেখেছি যা আপনাকে এই সব ফীট কিভাবে ব্যবহার করবেন তা দেখাবে।

ভিডিওগুলো সরল আর অনুসরণ করাও সহজ। আমরা আপনাকে দেখাবো বিভিন্ন ফুট কিভাবে ইনস্টল করবেন, সেগুলো কিভাবে কাজ করে আর এমন টিপ্স দেব যা সেগুলোকে আরো বেশি মজার আর কাজের করে তুলবে।

সেলাইয়ের ক্ষেত্রে সবকিছু যেমন হয়, অর্থাৎ যতক্ষণ না আপনি পার্ফেক্ট হন আর সেলাই নিয়ন্ত্রণ করতে পারেন ততক্ষণ আপনাকে অনুশীলন করতে হবে। আপনার যা মনে রাখা দরকার তা হলো সমস্ত ফীটের মৌলিক বিষয়গুলো একই। শুধু ব্যবহার আলাদা।

আপনার ফীট ব্যবহারের জন্য কোনো টিপ্স আর অতিরিক্ত পরামর্শ থাকলে অনুগ্রহ করে আমাদের সাথে আমাদের সামাজিক নেটওয়ার্কের পৃষ্ঠায় তা শেয়ার করুন। – (ফেসবুক), (ইন্সটাগ্রাম), (টুইটার), (ইউটিউব)। আপনার সৃষ্টি দেখে আমাদের ভাল লাগবে, তাই ছবি পোস্ট করুন আর সম্ভব হলে আমাদের হ্যাশট্যাগ করুন।

The Incredible Usha Janome Memory Craft 15000

এটা এমন এক সেলাই মেশিন যা একজন ইঞ্জিনিয়ার, একজন বিজ্ঞানী...

Sewing is great for Boys & Girls

সেলাই ছেলে এবং মেয়ে উভয়ের জন্য একটা দারুণ শখ। মানসিক...

Leave your comment