ঊষা সেলাইয়ে স্বাগত। এখানে আপনি এক আশ্চর্যজনক যাত্রা শুরু করতে পারেন যা আপনাকে বানাতে আর তৈরি করতে সক্ষম করবে। মূল বিষয়গুলো আপনার রপ্ত হয়ে গেলে সেলাই করা সহজ হবে। আমাদের ভিডিওগুলোর একটা সিরিজ আছে যা আপনাকে এই সমস্ত মূল বিষয়গুলো থেকে শুরু করে উন্নত দক্ষতা শিখতে সাহায্য করবে। আমরা আন্তরিকভাবে আপনাকে ক্রমানুসারে পাঠগুলো পড়ে সেগুলো অনুশীলন করার অনুরোধ করছি কারণ এটা আপনার উন্নতির জন্য প্রযুক্তিগত ভীত তৈরি করবে। কয়েকটা পাঠের পরে শেখা দক্ষতা ব্যবহার করার জন্য একটা সৃজনশীল প্রকল্প দেওয়া আছে। আমরা ধাপে ধাপে আপনার যাত্রাপথে সৃষ্টির আনন্দ ভাগ করতে চাই!                       
                    
															
              
              
              
              
              
              
              
              
              
              
              
              
              
              
              
              
              
              
              
              
              
              
              
              
              
              
              
              
              
              
              
              
              
              
              
              
              
              
              
              
              
              
              
              
              
              
              
              
              
              
              
              
              
              
              
              
              
              
              
              
              
              
              
              
              
              
              
              
              
              
              
              
              
              
